Breaking News

বাংলাদেশ প্রথম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন শান্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা বাংলাদেশের হাত ধরে। আগের তিন চক্রের মাঝে কেবল গেল চক্রেই একের অধিক ম্যাচ জিতেছিল টাইগার ক্রিকেটাররা। যার সবটাই পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন চক্রের আগে ওয়ানডের অধিনায়কত্ব হাতছাড়া হলেও টেস্টের জন্য তাকেই দলপতি রাখা হয়েছে।

নতুন চক্রটা নাজমুল শান্ত শুরু করছেন বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে। বাংলাদেশের হয়ে কমপক্ষে ১০ টেস্টে অধিনায়ক ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে শান্তই জয়ের শতাংশ হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকছেন। ১২ ম্যাচ শেষে তার অধীনে ৩৩ দশমিক ৩০ শতাংশ ম্যাচে জিতেছে বাংলাদেশ।

১২ ম্যাচে অধিনায়ক হয়ে শান্ত জিতেছেন ৪ ম্যাচ। হেরেছেন ৮ ম্যাচে। শতাংশ হিসেবে ৩৩ এর বেশি। বাংলাদেশের আর কোনো অধিনায়ক ২৫ শতাংশ ম্যাচই জিততে পারেননি। সাকিব আল হাসান ১৯ ম্যাচে ৪ জয় পেয়েছেন । সেটা ২১ শতাংশ। সবচেয়ে বেশি জয় মুশফিকুর রহিমের। ৩৪ ম্যাচে ৭ জয় তার।

তবে শান্তর সামনে সুযোগ নিজেকে অন্য উচ্চতায় নেয়ার। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচে ৫ জয় অর্জনের সুযোগ থাকছে তার সামনে। ৫টি টেস্ট জিততে মুশফিকুর রহিমের দরকার ছিল ১৭ টেস্ট। শান্ত সেটা নিজের করে নিতে পারেন এই সিরিজে।

সেইসঙ্গে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ৩০ শতাংশের বেশি উইন পার্সেন্টেজ রেখে ৫ টেস্ট জেতার সুযোগও থাকছে তার সামনে। যদিও গেল চক্রে দুর্দান্ত ছন্দে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে কাজটা সহজ হচ্ছে না, সেটা অনেকটাই অনুমেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *