বিগ ব্যাশের ড্রাফটে রিশাদ মুস্তাফিজসহ ১১ জন বাংলাদেশি ক্রিকেটার
তারা হলেনঃ- রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। এখন পর্যন্ত বিগ ব্যাশে নামের পাশে বাংলাদেশের পতাকাটা দেখা গিয়েছিল শুধুই সাকিব আল হাসানের। গতবছর খেলার সুযোগ এসেছিল রিশাদ হোসেনরও। তবে বিপিএলের সঙ্গে একই সঙ্গে মাঠে গড়ানোয় রিশাদের মেলেনি এনওসি। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের। রিশাদ হোসেন কে চাইলে ধরে রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স।