সর্বশেষ
JEDDAH, SAUDI ARABIA - APRIL 30: Cristiano Ronaldo of Al Nassr looks on during the warm up prior to the AFC Champions League Elite Semi Final between Al Nassr and Kawasaki Frontale at King Abdullah Sports City Hall Stadium on April 30, 2025 in Jeddah, Saudi Arabia. (Photo by Yasser Bakhsh/Getty Images)

উত্তেজনার মাঝেই ট্রাম্পকে নতুন এক বার্তা দিয়ে কঠিন হ ‘শি’য়ারি দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে ইসরায়েল-ইরান সংকট ঘিরে, তখন ফুটবল মাঠের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শান্তির বার্তা ছড়িয়ে দিলেন অভিনব এক উপায়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে তিনি পাঠিয়েছেন একটি সই করা পর্তুগাল জাতীয় দলের জার্সি, যার গায়ে লেখা- “Playing for Peace”।

বর্তমানে কানাডার আলবার্টায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। সেখানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তার সঙ্গে এক বৈঠকে অংশ নেন তিনি। কস্তার মাধ্যমেই রোনালদোর এই বিশেষ উপহার ট্রাম্পের হাতে পৌঁছায়।

বিশ্বমঞ্চে যখন যুদ্ধ ও দ্বন্দ্বের খবর প্রাধান্য পাচ্ছে, তখন রোনালদোর এই ব্যতিক্রমী উদ্যোগ কেবল ক্রীড়াঙ্গন নয়, বরং কূটনৈতিক মহলেও প্রশংসিত হচ্ছে। খেলার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিতে রোনালদোর এই চেষ্টাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে শিগগিরই শান্তি হবে! অনেক ফোনকল ও বৈঠক চলছে।’

রোনালদোর পক্ষ থেকে আসা এই বার্তা যেন সেই শান্তি প্রচেষ্টাকেই আরো দৃঢ় করতে ভূমিকা রাখছে।

বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদো। শোনা যাচ্ছে, ক্লাবটির সঙ্গে শিগগিরই চুক্তি নবায়নের ঘোষণা দেবেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার প্রস্তাব পেয়েছিলেন, তবুও তা ফিরিয়ে দেন এই পর্তুগিজ মহাতারকা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ইতিপূর্বে পর্তুগালকে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগ শিরোপা এনে দিয়েছেন। তবে এবার মাঠের বাইরেও তার প্রভাব বিস্তার করছে বিশ্বশান্তির বার্তাবাহক হিসেবে।

ফুটবল কেবল খেলাই নয়, তা হয়ে উঠতে পারে বিশ্বশান্তির সেতুবন্ধন। রোনালদোর ‘শান্তির খেলা’ তারই অনন্য প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *