সর্বশেষ

রেকর্ড বই ওলট পালট করে দিয়ে ১৫০ বছরের টেস্ট ইতিহাসে নজিরবিহীন বিশ্বরেকর্ড বাংলাদেশের

গল টেস্টের প্রথম দিনটি রীতিমতো রেকর্ডের দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকলো বাংলাদেশের জন্য। বিশেষ করে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত যেভাবে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন, তা শুধু দলের জন্য স্বস্তির বাতাস আনেনি, সঙ্গে এনেছে একের পর এক ব্যক্তিগত ও যৌথ মাইলফলক।

দিনের শুরুটা মোটেও বাংলাদেশের পক্ষে ছিল না। মাত্র ৪৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন শান্ত ও মুশফিক। দুইজনই সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে অপরাজিত আছেন, অবিচ্ছিন্ন আছে তাদের ২৪৭ রানের জুটি।

মুশফিক ও শান্তর জুটিটি চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ হিসেবে স্থান করে নিয়েছে। তারা মিলে ২৪৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। এই জুটির আগে চতুর্থ উইকেটে কেবল আছে মুশফিক ও মুমিনুল হকের ২৬৬ রানের জুটি। আর সব মিলিয়ে এটি এখন বাংলাদেশের সপ্তম সর্বোচ্চ জুটি।

এই ইনিংসে সেঞ্চুরি করে শান্ত টেস্ট ক্রিকেটে নিজের শতকের সংখ্যা ৬-এ উন্নীত করেন, যা এখন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে শান্তর এটি তৃতীয় শতক, যা তাকে মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুলের পাশে বসিয়েছে।

অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক এখনো মুশফিকুর রহিমের, তার সংখ্যা ৫। এরপর আছেন সাকিব আল হাসান (৪টি), আর তিনটি করে শান্ত, মুমিনুল ও আশরাফুলের।

অন্যদিকে, অভিজ্ঞ মুশফিকুর রহিম টেস্টে আরেকটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন। ইনিংসের পথে তিনি টেস্টে নিজের শতকের সংখ্যা ১২-এ উন্নীত করেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি টেস্ট শতক মুমিনুল হকের (১৩টি)। মুশফিক পেছনে ফেলেছেন তামিম ইকবাল (১০টি), শান্ত ও আশরাফুল (৬টি করে)।

শুধু তাই নয়, গলেই যেন নিজের জন্য আলাদা কিছু খুঁজে পান মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে রানের দিক থেকে দারুণ এক রেকর্ড এখন তার দখলে। আজকের ইনিংস শেষে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১৪৫১ রান নিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গা দখল করেছেন। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন আজহার আলি ও জো রুটের মতো তারকাদের।

মুশফিকুর রহিম

সব মিলিয়ে গলের প্রথম দিনে বাংলাদেশের স্কোরবোর্ডে রান যোগ হওয়ার পাশাপাশি জমা হয়েছে ইতিহাস বইয়ের পাতায় একের পর এক রেকর্ড। মুশফিক ও শান্তর ব্যাটে ভর করে টেস্টের প্রথম দিন শেষ হলো বাংলাদেশের দাপটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *