ইদানিং তামিম ইকবাল বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন। অলমোস্ট সব সাক্ষাতকারেই সাকিব আল হাসানের সাথে বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল। অথচ কয়েক বছর আগেও সাকিব ই’স্যুতে গণমাধ্যমে তামিম ইকবাল বলেছিলেন, “আমাকে কখনো বলতে দেখেছেন আমরা বন্ধু!” এর মাঝে কত কিছুই তো ঘটলো। ২০২৩ বিশ্বকাপে খেলতে পারলেন না তৎকালীন ক্যাপ্টেন তামিম ইকবাল। কারণ টা আপনারা সবাই জানেন। তবে সম্প্রতি বেশ কিছু সাক্ষাতকারে তামিম ইকবাল জানিয়েছেন, সাকিব তামিম বেশ ভালো বন্ধু ছিলেন। কিছু ভূল বুঝাবুঝির কারণে দুজনের বন্ধুত্ব ভে’ঙে যায়।
আজকে একটু কথা বলবো, হঠাৎ কি এমন হলো তামিমের মুখে সাকিব বন্দনা। এর দুইটি দিক থাকতে পারে ⤵️
১. পজিটিভঃ শুরুতে পজিটিভ দিকটাই তুলে ধরছি। তামিম ইকবাল, সাকিবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়তো ঠিক করতে চান। যেটার জন্য পুরো বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি নিজেও মন থেকে চাই, দুই বন্ধু কে আবারো এক সঙ্গে দেখতে। যদিও খেলার মাঠে লাল সবুজের জার্সিতে আর এক সঙ্গে দেখা সম্ভব নয়, তবে মাঠের বাইরেও দুজনকে আবারো এক সঙ্গে দেখতে পারা হবে ক্রিকেট প্রেমীদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার।
২. নেগে’টিভঃ আমি মন থেকে চাই, নেগে’টিভ কোনো কিছু না ঘটুক। তবে প্রাসঙ্গিক ভাবেই এই আলোচনা টা চলে আসছে। অন্তত সাম্প্রতিক সময়ে অলমোস্ট সব সাক্ষাতকারেই তামিমের মুখে সাকিব আল হাসান বন্দনা। এর অন্যতম কারণ হতে পারে, আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন।
তবে আবারো বলছি, আমি মন থেকে চাই – দ্বিতীয় টি না ঘটুক। সাকিব আল হাসান, তামিম ইকবালের বন্ধুত্ব আবারো পুর্বের অবস্থায় ফিরে যাক। আমাদের শৈশব রাঙানো সাকিব তামিম কে আবারো এক সঙ্গে দেখতে চাই