অবিশ্বাস্য হলেও সত্য, নজমুল হোসেন শান্ত যখনই সেঞ্চুরি করেছেন, বাংলাদেশ কখনও সেই ম্যাচে হারেনি!
শান্তর ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ৯টি আন্তর্জাতিক শতক —
✅ ৭টি ম্যাচে দুর্দান্ত জয়
১টি ম্যাচ হয়েছে ড্র
তাই প্রশ্ন একটাই —
শান্ত সেঞ্চুরি করলে জয় কি সুনিশ্চিত?
তাহলে কি এবারও বাংলাদেশ জিতে নেবে শ্রীলঙ্কা এর বিপক্ষে এই টেস্ট ম্যাচটি?