সম্প্রতি ক্রিকেটপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়—বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান নাকি খেলবেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে!
এই গুঞ্জনের পেছনে বেশ কিছু ভিত্তিও পাওয়া গেছে। সাকিবের পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছে, এমনকি সাকিব নিজেও ব্যবসায়িক কারণে আমেরিকায় নিয়মিত সময় কাটাচ্ছেন।
বিশ্ব ক্রিকেটে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লীগ ‘MLC’ (Major League Cricket) জনপ্রিয়তা পাচ্ছে এবং সেখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার যোগ দিচ্ছেন। ফলে গুজবের আগুনে ঘি পড়েছে এই ধারণা যে, সাকিব হয়তো বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের হয়েই ভবিষ্যতে খেলবেন।
তবে অবশেষে নিজেই মুখ খুললেন সাকিব আল হাসান।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন:
“বাংলাদেশের হয়ে খেলে যা পেয়েছি, তাতে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রে সময় কাটালেও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেলে আমি সবসময়ই প্রস্তুত। এখনই জাতীয় দল ছাড়ার প্রশ্নই আসে না।”
এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার—গুজব মিথ্যা। সাকিব এখনো বাংলাদেশ দলের অংশ হিসেবেই নিজেকে দেখতে চান।
তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে লিগ খেলতে পারেন কি না—সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।