সর্বশেষ

কার সঙ্গে প্রেম করছেন জয়া আহসান, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দুই বাংলার দর্শকের মন জয় করে নেয়া অভিনেত্রী জয়া আহসান এবার সরাসরি জানালেন নিজের প্রেমের কথা। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবারে আর গোপন রাখলেন না তিনি। এক সাক্ষাৎকারে খোলামেলা ভঙ্গিতে জানালেন, কার সঙ্গে প্রেম করছেন, কেমন কাটছে তার সম্পর্ক—সবকিছু। তারকাখ্যাতি ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য কীভাবে বজায় রাখছেন, সে কথাও উঠে এসেছে তার মুখে।
চ্যানেল 24-এ দেয়া এক সাক্ষাৎকারে প্রেম আর বিয়ের প্রসঙ্গ আসতেই কিছুটা অবাক হয়ে অভিনেত্রী বলেন, বিয়ে! কেন খামাখা ঐ ব্যাগেজটা নেবো। চার দিকে যেসব অবস্থা দেখছি সেখানে বিয়ে কতটা কাজ করবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর আমি তো নিয়ম করে চলি না। যদি কখনো ইচ্ছা হয় বিয়ে করতেই পারি। তবে এখন এমন কোনও পরিকল্পনা নেই।
অন্যদিকে, প্রেমের বিষয় আসতেই অভিনেত্রী হেসে বলেন, অনেক আগে প্রেম হয়ে গেছে কাজ আর সিনেমার সঙ্গে। দর্শক হয়তো রাগ করবে আমি একই কথা বলি। তবে সত্যি আমার প্রেম, বিয়ে আর সংসার সব অভিনয়ের সঙ্গেই চলছে।

দর্শকের উদ্দেশে অভিনেত্রী বলেন, সবসময় দর্শকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটা কেবল বলার জন্য বলছি এমন নয়। আমি খুব সাধারণ একজন মানুষ। আর সেই মানুষটাকে দর্শক ভালোবেসেছে, জায়গা দিয়েছে।
সবচেয়ে বড় কথা আমার অভিনয় আপনারা ভালোবাসেন। আমি যে কাজটা ভালোবাসি, যে প্যাশন ফলো করি সেটা যে দর্শক ভালোবেসেছে এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ দর্শকের কাছে।

সবশেষে অভিনেত্রী তার নতুন সিনেমা নিয়ে কথা বলেন, জয়া আহসান বলেন, আমি তো অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করি। দর্শকদের জানাতে চাই যে, আমার সিনেমা ‘জয়া আর শারমিন’ আসছে। সিনেমাটা একটু অন্যরকম। দর্শকদের অনুরোধ করছি আমাদের ‘জয়া আর শারমিন’ দেখতে আসবেন।

প্রসঙ্গত, কোভিডের সময় লকডাউনের সম দুই নারীর গল্প নিয়ে ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান, যেটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ মে। এই সিনেমায় জয়া আহসান, মহসিনা আক্তার ছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে তানজিম সাইয়ারা তটিনীকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *