সর্বশেষ

রিশাদকে নিয়ে এবার আরও বড় সুখবর দিয়ে যা বললেন রিকি পন্টিং

বিগ ব্যাশের গত আসরেই রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। কিন্তু সেই আসরে খেলার জন্য তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামী আসরের জন্য আবারও ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট।

মূলত হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনটাই জানিয়েছেন দলটির হাই পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা স্যালিয়ান বিমস। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ড্রাফটের টেবিলেও ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেই রিশাদকে মনে ধরে পন্টিংয়ের। ফলে এবারও এই লেগিকে দলে নেয়ার পরামর্শ দিয়েছিলেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের পরামর্শেই রিশাদকে দলে নেয়ার কথা জানান স্যালিয়ান।

তিনি বলেন, ‘রিশাদকে আমরা গত মৌসুমেও সাইন করিয়েছিলাম। রিকই (রিকি পন্টিং) আমাদের পরামর্শ দিয়েছে। তার সঙ্গে রিশাদের পরিচয় হয়েছিল আমেরিকার ক্রিকেট লিগ এমএলসি থেকে (মূলত যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে)। সে টি-টোয়েন্টি বিশ্বকাপে যায় এবং একের পর এক উইকেট নিতে থাকে। তখন দল থেকে তার প্রতি আগ্রহ দেখায়।’

‘আমাদের একজন অ্যাটাকিং লেগ স্পিনার দরকার ছিল। আমরা এমন কাউকে চাইনি যিনি ডিফেন্সিভ বল করবে। আমাদের এমন একজনকে দরকার ছিল যে সরাসরি স্টাম্পে অ্যাটাক করবে। আপনি জানেন, রিশাদ বেশ ভালো করছে। সে ব্যাটিংও করতে পারে। রিশাদ থাকলে ৮ নম্বরে ব্যাটিং করবে এবং আমাাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।’-যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *