গঠনতন্ত্র না মেনেই উপদেষ্টা নিয়োগ? মুখ খুললেন খোদ বুলবুল!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে ক্রিকেট এনালিস্ট সামি এবং আরও দুইজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন—এটি কি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে?
অবশেষে মুখ খুললেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সভাপতি বুলবুল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—এই নিয়োগ গঠনতন্ত্র অনুযায়ী না হলেও, এর পেছনে রয়েছে প্রয়োজনীয় কারণ ও যৌক্তিকতা।
বুলবুলের ভাষায়, “জাতীয় দলের স্বার্থে দ্রুত কিছু অভিজ্ঞ ব্যক্তিকে যুক্ত করা প্রয়োজন ছিল। তাই সময়ের প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ভবিষ্যতে এসব বিষয়ে গঠনতান্ত্রিক কাঠামোর কথাও মাথায় রাখা হবে।”
বোঝাই যাচ্ছে, ক্রিকেটের স্বার্থেই দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু নিয়মের ব্যত্যয় ঘটেছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—নিয়মের বাইরে গিয়ে কীভাবে পরিচালিত হবে দেশের ক্রিকেট প্রশাসন?
আপনার মতামত কি? নিয়মের বাইরে গিয়ে হলেও প্রয়োজনের তাগিদে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে? নাকি গঠনতন্ত্রই হতে হবে সর্বোচ্চ মাপকাঠি?