যা বুঝলাম এই তিনজনই আসলে বাংলার ক্রিকেটকে অনেক কিছু দিয়ে গেছে। প্রথমত হিথ স্ট্রিক চলে গিয়েও তিনি আজও বাংলার মানুষের মনের এক কোনে জায়গা নিয়ে আছেন।
হিথ স্ট্রিকের সময়কালে বাংলার পেসারদের দাপটে ভারতের মত দল ও নাস্তানাবোধ হয়ে গেছে। এরপর ওটিস গিবসন বেশিদিন দায়িত্বে না থাকলেও তার অধীনে মুস্তাফিজরা অনেক কিছুই শিখেছে।
আর আ্যালান ডোনাল্ড এই দুইজনের দেখানো পথটাতেই রেখেছিল টাইগারদের পাপন হাথুরু সিন্ডিকেট কারনে চাকরি ছাড়েন কোচ আ্যালান ডোনাল্ড তা না হলে এখনো থাকতে পারতেন পেস বোলিং কোচ দায়িত্বে।