সভাপতি হওয়ার পর সাকিব শুভেচ্ছা জানিয়েছে, তবে তার সঙ্গে কোনো পেশাদার আলোচনা হয়নি ।
বোর্ডের কেউও সাকিবকে খেলানোর প্রসঙ্গ তোলেনি। সৎভাবে বললে, ওর ওপর কিছুটা অখুশি ছিলাম। কারণ, একজন বর্তমান খেলোয়াড় হিসেবে রাজনীতিতে জড়ানোটা শোভনীয় নয়।
অবশ্য সবারই একসময় অবসর নিতে হয়। কোহলি-রোহিতও বিদায় নিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন খেলোয়াড়দের খুঁজে বের করা, যারা নিয়মিত খেলার জন্য প্রস্তুত, সাকিব এখন নানা বিষয়েই ব্যস্ত।