সর্বশেষ

বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে সাইফউদ্দিন, শুরু নতুন ইনিংস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলকে বিদায় জানিয়ে পা রেখেছেন নতুন এক মঞ্চে—যুক্তরাষ্ট্রে। দেশ ছাড়ার খবর অনেক দিন ধরেই গুঞ্জরিত হলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে নিশ্চিত হলো, তিনি যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন।

২০১৭ সালে বাংলাদেশের হয়ে অভিষেকের পর দ্রুতই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাইফউদ্দিন। ব্যাটে-বলে তার ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছিল। কিন্তু ইনজুরি এবং ধারাবাহিকতা হারিয়ে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকে যেতে হয়েছে তাকে।

নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্র বেছে নেওয়া এই অলরাউন্ডার এখন স্থানীয় ঘরোয়া লিগে খেলছেন। যদিও তিনি এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হলে কমপক্ষে তিন বছর সেখানে বসবাসের নিয়ম রয়েছে। সেক্ষেত্রে ২০২৭ সালের বিশ্বকাপের আগে Team USA-র জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড বর্তমানে অভিবাসী ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেশটির ক্রিকেটের গতি বাড়াতে আগ্রহী। সাইফউদ্দিনের অভিজ্ঞতা তাদের জন্য এক বড় সম্পদ হতে পারে।

বাংলাদেশের মাটিতে ক্রিকেটের ঝলমলে সময় শেষ হয়ে গেলেও, অন্য এক দেশের মাটিতে সাইফউদ্দিন নতুন করে তৈরি করার পথে। তার এই নতুন ইনিংসে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের ভক্তরা অবশ্য আশা করেন, এই তারকা ক্রিকেটার যেন নিজেকে আবার নতুন করে আবিষ্কার করতে পারেন, আর হয়তো একদিন আবার বড় মঞ্চে ফিরে আসেন—কোনো না কোনো জার্সিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *