সর্বশেষ

ব্রেকিং নিউজঃ বাংলাদেশের সামনে একশ বছরের সোনালী সুযোগ

কলম্বোতে বদলাবে ইতিহাস? বাংলাদেশের সামনে একশ বছরের সোনালী সুযোগ!কেটের অভিজাত সংষ্করণ টেস্টে শ্রীলঙ্কার চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত পরিসংখ্যান কিংবা র‌্যাংকিং; সবকিছুতেই এগিয়ে শ্রীলঙ্কা। তবে সেই লঙ্কানদেরই প্রথমবার সিরিজ হারানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। গলে প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স সেই আশার পালে আরেকটু হাওয়া দিচ্ছে। অসাধ্য সাধনের এই লক্ষ্যে সকালে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস

গলে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। বৃষ্টি না এলে হয়তো ফলাফল অন্যকিছুও হতে পারত। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। যদিও টপঅর্ডার নিয়ে দুশ্চিন্তা কিছুটা আছেই। তবুও শান্ত-মুশফিকদের রানে ফেরা বাংলাদেশের জন্য স্বস্তির খবরই বটে। প্রথম ম্যাচে তাদের ব্যাটে ভর করেই স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।

‘ড্র’ এই ফলাফলকে দুর্দান্ত বলায় অনেকেই প্রশ্ন তুলতে পারে। তবে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২৭টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে হেরেছে ২০টি ম্যাচেই। জয় মোটে একটি ম্যাচে। বাকি ৬ ম্যাচে করেছে ড্র। তাই এই ড্র’কে অবমূল্যায়ন করার সুযোগ নেই।

প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। সেটাকেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। জয় তুলে নিতে চায় দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ যদি এই লক্ষ্য অর্জন করতে পারে তাহলে নতুন এক ইতিহাস লিখবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কোনো সিরিজ জিতবে বাংলাদেশ।

ঘরের মাঠে শ্রীলঙ্কা বরাবরই দুর্দান্ত। তাই জয় তুলে নেওয়া নিশ্চিতভাবেই সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে আশার কথা হলো অসুস্থতা কাটিয়ে এ ম্যাচে একাদশে ফিরছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। র‌্যাংকিংয়ে দ্বিতীয় সেরা এই টাইগার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে। ব্যাট-বল দুই বিভাগেই পারফর্ম করে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *