পাপন ভাই আমাকে বলতেন রফিক তুমি কোন জায়গায় কাজ করতে চাও বলো, আমি বলতাম ক্রিকেট উন্নয়নের জন্য আপানারা আমাকে যেখানে পছন্দ করবেন সেখানেই আমি রাজি আছি, তারপর পাপন ভাই বললেন ঠিক আছে চিন্তা করো না তোমাকে ফোন দিয়ে ডাকা হবে
অপেক্ষা করতে লাগলাম কই, কিসের ফোন কোনো খবর নাই, ১২,১৩ বছরে, এরপর ফারুক আসলো, সে বললো রফিক তোমাকে কিন্তুু আমাদের দরকার তোমার জন্য আমার অনেক চিন্তা ভাবনা আছে সমস্যা নাই, আমারা ঈদের পর আলোচনায় বসবো, ঈদ ও গেলো ফারুকও গেলো কোনো খবর নাই,
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে আমার কথা হয়েছে এমনকি বর্তমানে বোর্ডের পরিচালকেদের সাথেও আমার কথা হয়েছে তারা আমাকে বলছে আমাদের একাডেমিতে বর্তমানে কোনো কোচ নাই, সেখানে তুমি চাইলে থাকতে পারো, আমরা শীগ্রই তোমাকে ডাকবো,
আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমাকে কাজ দিলে মাঠের কাজই দিয়েন, আমার মাঠেই ছেলেদের সাথে কাজ করতে ভালো লাগে, আপনারা যে কোনো সময় আমাকে ডাইকেন আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ।