সর্বশেষ

বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে সাকিব-তামিমকে নিয়ে বিসিবিকে যে ১ টি পরামর্শ দিলেন শ্রীলঙ্কার দীনেশ চান্ডিমাল

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ চান্ডিমাল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ তারকা ছাড়া বাংলাদেশ দল এখন যেন দিশেহারা। তাদের না থাকাটা শুধু পারফরম্যান্সেই নয়, মানসিক দৃঢ়তায়ও বড় প্রভাব ফেলছে।”

চান্ডিমালের মতে, বাংলাদেশের ক্রিকেট এক সময় ছিল ভয়ডরহীন ও চ্যালেঞ্জিং। তবে এখন সেই আগ্রাসী মনোভাব আর দেখা যাচ্ছে না। তিনি বলেন, “বাংলাদেশ দলে আগে যেই আগুন দেখতাম, এখন সেটা নিঃশেষ হতে চলেছে। তামিম-সাকিব না থাকলে দলটাকে চিনতেই কষ্ট হয়।”

তিন ফরম্যাটেই নেতৃত্ব নিয়ে টানাপোড়েন, অভিজ্ঞদের অনুপস্থিতি ও দলীয় স্থিতিশীলতার অভাব—সব মিলিয়ে বাংলাদেশ এখন কঠিন এক সময় পার করছে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আরও যোগ করেন, “প্রতিভার অভাব নেই, কিন্তু অভিজ্ঞতার শূন্যতা স্পষ্ট। তরুণরা এখনও সময় নিচ্ছে ম্যাচের চাপ নিতে শিখতে।”

এই মন্তব্য ক্রিকেট বিশ্লেষকদের মধ্যেও আলোড়ন তুলেছে। অনেকেই মনে করছেন, বোর্ডের সিদ্ধান্ত ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশ এখন সেরা সময় থেকে দূরে সরে যাচ্ছে।

চান্ডিমালের সতর্ক বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য একটি চোখ খুলে দেওয়ার মত বিষয়—যেখানে অভিজ্ঞদের সঠিকভাবে ব্যবহার না করলে ভবিষ্যত আরও অন্ধকার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *