ওয়ানডেতে ভালো করে ডাক দিল টেস্টে, জোকার বিসিবি ক্রিকেটকে ধ্বংস করছে: এনামুল হক বিজয়!
ডিপিএলে ৫০ ওভারের খেলায় ভালো পারফরমেন্স করে জাতীয় দলে ডাক পেলেন টেস্টে। অথচ সে পারফর্ম করলো ওডিআইতে। টেস্টে পারফর্ম করতে না পারায় তাকে ওডিআই দলে রাখা হলো না ।।
এই লিপু সাহেবরা কি সেবন করে স্কোয়াড দেয় । যে ছেলেটা ৫০ ওভারে ভালো করে তাকে টেস্টে রাখা হয় কিন্তু ৫০ ওভারের ওডিআইতে বাদ দেওয়া হয় ।।
এইসব থার্ড ক্লাস নির্বাচক ও বিসিবির কর্মকর্তারা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতেছে । কাকে কোথায় খেলাতে হবে তাই জানে না । অথচ বানিয়ে দিয়েছে প্রধান নির্বাচক।