রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করার বিষয়টি বিসিবির পরিকল্পনায় আছে – জানিয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল।
আজকে রংপুরে টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পুর্তি আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল ! এসময় উপস্থিত ছিলেন রংপুরের লোকাল বয় নাসির হোসেনও
আজকে শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “অঞ্চলভিত্তিক ক্রিকেট খেলা ও হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ট্যালেন্ট ক্রিকেটার বের করে আনা হবে।
এছাড়াও যেসব মাঠ পড়ে আছে সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১শ’ ক্রিকেট পিচ তৈরি করা হবে। রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও বয়স ভিত্তিকসহ প্রিমিয়ার লিগগুলোর ভেন্যু করার বিষয়টি বিসিবির প্রক্রিয়াধীন রয়েছে”