দেশের হয়ে খেলছেন না। বিপিএলেও খেলতে পারেননি। দেশে আসার মতো পরিস্থিতি নেই সাকিব আল হাসানের। তবে গ্লোবাল সুপার লিগ যেহেতু গায়ানায় হয়, সেখানে তাকে দলভুক্ত করতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবু কেন সাকিবের নাম নেই রংপুরের স্কোয়াডে?
গায়ানার উদ্দেশ্য দল দেশ ছাড়ার আগে বর্তমান চ্যাম্পিয়নদের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বিষয়টি খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই সাকিবকে দলে নেয়নি রংপুর।
তিনি বলেন, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমার জানা নেই।’
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘ক্রিকেট যখন শুরু করেছি, প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করা উপভোগ ও গর্বের ব্যাপার। যেকোনো দলেই আমি উনাকে চাইব। ক্রিকেটার সাকিব এক দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে; যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
সোহানের সুরে সুর মিলিয়ে শানিয়ান তানিম জানান, ‘আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না। উনার সাথে যতটুকু কথা হয়েছে, আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন। পরিস্থিতির কারণে হয়ত নিতে পারিনি।’
একনজরে রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইবরাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।