গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েই আলোচনায় এসেছেন মোহাম্মদ আশরাফুল। দলের অন্যতম আলোচিত খেলোয়াড় সাকিব আল হাসানকে স্কোয়াডে না রাখা নিয়ে তিনি দিয়েছেন স্পষ্ট মন্তব্য।
️ আশরাফুল বলেন—
“ক্রিকেটার সাকিব আল হাসান সবসময়ই দলে একটা বাড়তি শক্তি এনে দেন। একজন অভিজ্ঞ ও ম্যাচজয়ী খেলোয়াড় হিসেবে তাকে যেকোনো দলেই আমরা চাইবো।
তবে ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমাদের জানা নেই।’ তবে ক্রিকেটার সাকিবকে দলের সবাই মিস করবে।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘ক্রিকেট যখন শুরু করেছি, প্রথম থেকেই ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। তার সাথে ড্রেসিংরুম শেয়ার করা উপভোগ ও গর্বের ব্যাপার। যেকোনো দলেই আমি উনাকে চাইব। ক্রিকেটার সাকিব এক দলে থাকলে, অবশ্যই দল সুবিধা পাবে; যা বাংলাদেশ দল লম্বা সময় ধরে পেয়ে আসছে। ক্রিকেটার সাকিবকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
এমন বক্তব্যে ফের নতুন করে আলোচনায় এসেছে সাকিব ইস্যু। টিম ডিরেক্টর ও অধিনায়ক যেখানে ভিন্ন ভিন্ন কথা বলছেন, সেখানে সহকারী কোচ আশরাফুলের সরাসরি মতামত বিতর্ককে আরও জোরালো করছে।