দো’ষ কি শুধুই শান্তর ছিল?? নাকি দো’ষ রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডেরও ?? নাজমুল হোসেন শান্ত বোর্ড কে উচিত জবা’ব দিয়েছে
নাজমুল হোসেন শান্ত আজকে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর, প্রথম আলোকে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “দেশের স্বার্থে শান্ত কে আরো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখন চলতি সিরিজের মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় তা দলের উপর প্রভাব পড়বে।”
অথচ শ্রীলঙ্কা সিরিজে উড়াল দেওয়ার একদিন আগে শান্ত কে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, তা কোনো নিয়মনীতির মধ্যেই পড়ে না। শান্ত কে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ একটা বার শান্ত কে জানাইও-নি! এটা কেমন ব্যবহার।
আজকে শান্ত যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, তখন বোর্ড প্রেসিডেন্ট বলছেন, শান্তর আরো ভাবা উচিত ছিল। আচ্ছা শান্তর জায়গায় আপনার প্রিয় ক্রিকেটার কে একটাবার ভাবুন তো? আপনার প্রিয় ক্রিকেটার কে না জানিয়ে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়েছে?? তাহলে কি আপনি বিষয়টি স্বাভাবিক ভাবে নিতেন??
শান্তর সাথে যা হয়েছে, বিসিবি কে এর উচিত উত্তর দিয়েছে নাজমুল হোসেন শান্ত। এমন জবা’ব দিতে গা’র্ডস লাগে ।
আপনারা আজকে শান্ত কে যারা গা’লি দিচ্ছেন, তাদের কে একটা কথাই বলতে চাই – আজ থেকে ছয় মাস বা এক বছর পর হোক, এই শান্ত কে মিস করবেন। সেদিন শান্ত কে আবারো ক্যাপ্টেন্সি তে চাইবেন। বাট সেদিন বড্ড দেরী হয়ে যাবে। আজকে আপনার কাছে এই বিষয়টি হা’স্যকর মনে হচ্ছে। কিন্তু ছয় মাস যাক, সময়
ই সবকিছু বলে দেবে।