শ্রীলঙ্কার বিপক্ষে একের পর এক ব্যাটিং বিপর্যয়ের পর ভেঙে পড়েছে দেশের কোটি ক্রিকেটপ্রেমীর আস্থা। আর এবার এই পারফরম্যান্সে অস্থায়ী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পর্যন্ত ক্ষোভ প্রকাশ করতে ছাড়লেন না।
ম্যাচ পরবর্তী এক আলোচনায় বুলবুল বলেন:
“এটা কি জাতীয় দলের ব্যাটিং? কোনো দায়িত্বজ্ঞান নেই, ৫০ ওভার পর্যন্ত টিকতেই পারে না! এমন পারফরম্যান্স চললে ৬ মাসের বেতন বন্ধ করে দেওয়া উচিত।”
তাঁর এমন বক্তব্যেই যেন ফুটে উঠেছে কোটি ভক্তের ভেতরের ক্ষোভ। বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যাচ্ছে ৪০ ওভারের আগেই, অথচ ব্যাটারদের চোখে মুখে নেই কোনো দায়বদ্ধতা। কেউ ঠাণ্ডা মাথায় ম্যাচ গড়তে পারছেন না, কেউ বড় ইনিংস খেলার চিন্তাই করছেন না—এমন অভিযোগ উঠে এসেছে সর্বত্র।
বিশেষ করে মিডল অর্ডার ও অভিজ্ঞ ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন, উইকেট ছুঁড়ে দেওয়ার প্রবণতা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে ক্রিকেট বিশ্লেষক মহলও।
সামাজিক মাধ্যমে একজন লিখেছেন,
“আমরা ম্যাচ হারি, সেটা মেনে নিই। কিন্তু লড়াই তো চাই! ৩০ রান করে আউট হলে দেশের কিছু হয় না, কিন্তু লড়ে গেলে অন্তত সম্মান থাকে।”
বুলবুলের বক্তব্য বিতর্কের জন্ম দিলেও, বাস্তবতার আয়নায় হয়তো এটাই এখন দরকার—একটা কড়া বার্তা।