আগেই জানা গিয়েছিল আগামী কয়েকটা মাস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেটার অংশ হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই দাপটে ব্যাটিং করেছেন তিনি। পেয়েছেন ফিফটির দেখা। আর বল হাতেও দ্যুতি ছড়িয়েছেন সাকিব।
ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন দুর্দন্ত। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। পরে হয়েছেন ম্যাচসেরাও।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। তার বদলে এখানে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’
অবসরে যান নি সাকিব। শেষবার প্রেস কনফারেন্সে সাকিব বলেছিলেন:
‘টি২০ থেকে বিরতিতে যাচ্ছি, বাংলাদেশের প্রয়োজন হলে
আমি আবার ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলবো’
সাকিবকে কী বাংলাদেশ দলে প্রয়োজন?