সর্বশেষ

দুবাইকে ম্যাচ জিতিয়ে দেশে ফেরা নিয়ে কড়া মন্তব্য সাকিবের

বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারে, ঠিক তখনই আরেক প্রান্তে আলো ছড়ান সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই রাজকীয় পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান দ্যুতিতে উজ্জ্বল হয়ে নিজের নামের পাশে যোগ করেন ম্যাচসেরা তকমা।

প্রথমে ব্যাট হাতে নেমে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ইনিংসের গতি, দায়িত্ব আর স্টাইল—সবই ছিল চোখে পড়ার মতো। এরপর বল হাতে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘শেষ মুহূর্তে আমাকে দলে ডাকা হয়। একজন খেলোয়াড় (কেশব মহারাজ) চোটে পড়ায় বদলি হিসেবে আসি। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে দারুণ গর্বিত।’

সেই সঙ্গে চেনা ক্যারিবিয়ান কন্ডিশনকেও বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি: ‘২০০৭ সাল থেকে আমি ক্যারিবিয়ানে খেলছি। এটা আমার দ্বিতীয় ঘরের মতো। জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমার প্রস্তুতিতে বাড়তি সুবিধা দিয়েছে।’

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব
শেষ ওভারের নাটকীয়তায় রংপুরের জয়
সাকিব বলেন, ‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। আমার উইকেটে টিকে থাকাটা দরকার ছিল, কারণ অন্যপ্রান্তে উইকেট পড়ছিল। আমরা ১৬০-এর বেশি করতে পেরেছি, গায়ানায় এমন স্কোরে জেতার সুযোগ সবসময় থাকে। ছোট টুর্নামেন্ট, ভালো সূচনা খুব জরুরি। আশা করি এখান থেকে আরও ভালো কিছু আসবে।’

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭ (সাকিব ৫৮*)
সেন্ট্রাল ডিস্ট্রিক্টস: ১৪৩ অলআউট (সাকিব ৪/১৩)
ফল: দুবাই ক্যাপিটালস জয়ী ২২ রানে
ম্যাচসেরা: সাকিব আল হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *