আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দারুণ সফল বোলার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার টাইগারদের বোলিংয়ের অন্যতম ভরসার নাম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেই নতুন রেকর্ড গড়েছেন এই পেসার।
আদিল রশিদকে টপকে গেছেন মুস্তাফিজ
শ্রীলঙ্কা বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেননি মুস্তাফিজ। পরের দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন, শিকার করেছেন দুই উইকেট। এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে এখন ১৩৬টি। টপকে গেছেন ১৩৫ উইকেট শিকার করা ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদকে।
রশিদকে টপকে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। তার সামনে আছেন ইশ সোধি(১৪৬), সাকিব আল হাসান(১৪৯), রশিদ খান(১৬১) ও টিম সাউদি(১৬৪)।
উইকেট খুব বেশি না পেলেও মুস্তাফিজের মিতব্যয়ী বোলিং টাইগারদের ম্যাচ জিততে সাহায্য করেছে। চলতি বছর মুস্তাফিজের খেলা তিন টি-টোয়েন্টির সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। মুস্তাফিজের এমন রেকর্ডময় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় ছিল স্বাগতিকরা। চার উইকেট শিকার করে একাই লঙ্কানদের ধসিয়ে দেন মেহেদী, হয়েছেন ম্যাচসেরাও। ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় অসাধারণ এক ফিফটি করেন তানজিদ হাসান তামিম। নিশ্চিত করেন দলের ৮ উইকেটের বড় জয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী :
টিম সাউদি – নিউজিল্যান্ড – ১৬৪,রশিদ খান – আফগানিস্তান – ১৬১,সাকিব আল হাসান – বাংলাদেশ – ১৪৯,ইশ সোধি – নিউজিল্যান্ড, – ১৪৫,মুস্তাফিজুর রহমান – বাংলাদেশ – ১৩৬