Breaking News

বাসর রাতে স্ত্রী তার স্বামীকে কী দেয়? মেয়েটির উত্তর জানুন

লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রার্থীদের প্রস্তুতি নিতে হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন কিছু উদ্ভট প্রশ্ন করে বসেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। গত কয়েক বছরে ইন্টারভিউতে করা এমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের সবথেকে বড় জেল রয়েছে?
উত্তরঃ আমেরিকা।

২) প্রশ্নঃ কোন প্রাণীর শরীরে ১১ রকমের রক্ত থাকে?
উত্তরঃ গরু।

৩) প্রশ্নঃ কোন রোগে মানুষ লাল রঙ দেখতে পায় না?
উত্তরঃ কালার ব্লাইন্ড।

৪) প্রশ্নঃ বিষের স্বাদ কেমন হয়?
উত্তরঃ নোনতা।

৫) প্রশ্নঃ বাদুড় খেলে কোন রোগের সৃষ্টি হয়?
উত্তরঃ নিপা ভাইরাস।

৬) প্রশ্নঃ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কৃষিকাজ করে?
উত্তরঃ ভারতের মানুষ।

৭) প্রশ্নঃ কোন দেশ প্রথম ১ ঘন্টা সমান ৬০ মিনিট আবিষ্কার করেছিল?
উত্তরঃ গ্রিক দেশ।

৮) প্রশ্নঃ কোন দেশে গালি দিলে জেলে যেতে হয়?
উত্তরঃ কিউবাতে।

৯) প্রশ্নঃ কোন দেশে ইন্টারনেট ব্যবহার করা আইনত অপরাধ?
উত্তরঃ বার্মা দেশে।

১০) প্রশ্নঃ রামধনু সাতটি রঙের মধ্যে সবথেকে নিচে কোনটি থাকে?
উত্তরঃ বেগুনি রঙ।

১১) প্রশ্নঃ সিগারেটের আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ মেক্সিকো।

১২) প্রশ্নঃ পৃথিবীতে কোন রঙের গাড়ি সবচেয়ে বেশি তৈরি হয়?
উত্তরঃ সাদা রঙের গাড়ি।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীর বমি কালোবাজারে কোটি কোটি টাকায় বিক্রি হয়?
উত্তরঃ তিমি মাছের বমি, যাকে আম্বারগ্রিস বলে।

১৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে সুন্দর ভবন কোনটি?!
উত্তরঃ তাজমহল।

১৫) প্রশ্নঃ বাসর রাতে স্ত্রী তার স্বামীকে কী দেয়?
উত্তরঃ বাসর রাতে স্ত্রী তার স্বামীকে এক গ্লাস গরম দুধ দেয় (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *