- বছরই লালমাটিয়ায় সংগীত পরিচালক রেজওয়ান শেখের স্টুডিওতে চারটি গানে কণ্ঠ দেন সালমা। সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০। সময় মাত্র দুই ঘণ্টা। আর এই দুই ঘণ্টাতেই সালমা গীতিকার,সংগীত পরিচালকদের অ’বাক করলেন। মাত্র দুই ঘণ্টাতেই টানা রেকর্ড করলেন চারটি গান। কোনো বিরতি নেননি তিনি। পর পর গানগু’লো গেয়ে ফেললেন। আর গানগু’লো শুনেও মুগ্ধ স্টুডিওতে উপস্থিত সবাই।
এ গায়িকা বলেন, আ’সলে এটা এখন অভ্যাসে প’রিণত হয়েছে। দ্রুতই গানগু’লো ক্যাচ করে ফেলার একটা অ’ভিজ্ঞতা হয়ে গেছে। যে চারটি গানে কণ্ঠ দিয়েছি সেগু’লো একটা থেকে আরেকটা একদমই আ’লাদা। চেষ্টা করেছি, ভালো’ভাবে সবগু’লো গান গাওয়ার। জা’না গেছে, ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে, গানগু’লো প্র’কাশ হবে বিভিন্ন ব্যানার থেকে।
এদিকে সালমা বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে। চলতি জানুয়ারিতেই কমপক্ষে এক ডজন নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শোও করছেন টুকটাক করে। এরইমধ্যে করো’না র কারণে সম্মানীও কমিয়েছেন তিনি। সালমা বলেন, করো’না র এ প’রিস্থিতি মা’থায় রেখে সংগীতা’ঙ্গনের ভালোর জন্যই সম্মানী কমিয়েছি।সহনীয় সম্মানীতে যেন ছোট-বড় কোম্পানিগু’লো কাজ ক’রতে পারে, সেজন্যই এমন সি’দ্ধা’ন্ত নিয়েছি। জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রা’প্ত অ’ভিনেতা কাবিলা। তার প্রকৃত নাম নজরুল ইস’লাম শামীম।