মুক্ত এমন এক ধরনের পদার্থ যা কমবেশি আমাদের সকলেরই লো-ভ থেকে থাকে। মুক্ত দিয়ে বিভিন্ন অলংকার তৈরি হয় বর্তমান যুগে। এবং যার দাম আকাশছোঁয়া। অর্থাত্ মুহূ-র্তকে অ-ত্য-ন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয় বর্তমান প্রজন্মের ।কিন্তু এই মুক্ত র উত্পন্ন কোথা থেকে সেই কথা আমরা সকলেই জানি । বা ইতিমধ্যে আমরা পড়েছি পাঠ্য বইয়ে। মুক্ত সাধারণত ঝিনুক থেকে উত্পন্ন হয়। এরা মা-লা-স্কা পর্বের অন্তর্গত প্রাণী।
কিন্তু মুক্ত পাওয়া যাবে কোথায় সেকথাও আমরা ইতিমধ্যে অনেকেই জানি । মুক্ত সাধারণত পাওয়া যায় সমুদ্রের তলদেশে ঝিনুক থেকে। ডুবুরিরা বহুকষ্টে ঝিনুক সংগ্রহ করে এবং সে ঝিনুক থেকে প্রাপ্ত মুক্ত বিদেশে রপ্তানী করে এবং অর্থ উপার্জন করে ।কিন্তু আপনাকে এখন আর যেতে হবে না সমুদ্রের তলদেশে ।বর্তমানে উন্নত শিখরে পৌঁছেছে যে আপনি বাড়ির মধ্যে চাষ করতে পারেন মুক্তোর।
আমরা সাধারণত শুনে থাকি যে বাড়ির মধ্যে ছোটখাটো চা-ষ হিসেবে মাছ চাষ করা যেতে পারে । কিন্তু মুক্ত চাষ ? তাও বাড়ির মধ্যে? কিভাবে সম্ভব ? এরকম একটি অসাধ্য সাধন করেছেন কেরলের এক কৃষক নাম কে জে মাথাচান । তিনি বলেন যে সম্প্রতি তিনি দুবাই চাকরি করতেন ।