সর্বশেষ

হঠাৎ দর্শকদের উপর কঠিন নি”ষে”ধা”জ্ঞা জারি বিসিবির

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রায় দুই দশকেরও বেশি সময় পর মিরপুরের স্টেডিয়ামে বাইরের খাবার নিয়ে প্রবেশের অনুমতি পেয়েছিল দর্শকরা। কিন্তু বিসিবি যে এতদিন খাবার নিয়ে আসতে না দিয়ে ভুল করেনি তা প্রমাণ দিয়েছে বাংলাদেশের দর্শকরা।

কথা ছিল নিজেদের ব্যবহৃত জিনিসগুলো নির্দিষ্ট স্থানে ফেলবে দর্শকরা। কিন্তু ম্যাচ শেষে গ্যালারি যেন হয়ে গেল ময়লার ভাগাড়। যে যার মতো চিপসের প্যাকেট, পানির বোতলসহ বিভিন্ন খাবারের প্যাকেট যেখানে সেখানে ফেলেছেন। সে চিত্র দেখলে হয়তো আপনি নিজেই লজ্জিত হবেন।

তাই কঠোর হতে বাধ্য হয়েছে বিসিবি। বাইরের খাবার নিয়ে আবারও জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তারা। সোমবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিনীত অনুরোধ জানিয়েছে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এবং তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪জুলাই)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *