সর্বশেষ

সবজি বিক্রি করে পড়ালেখার খরচ যোগান মাস্টার্স পড়ুয়া হৃদয়

বানারীপাড়া পৌরশহরের বন্দর বাজারের রাস্তার ওপর ফুটপাতে প্রতিদিন শাকসবজি বিক্রি করেন যুবক হৃদয় বেপারী। সেই টাকায় নিজের মাস্টার্স পড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন তিনি। বরিশালের বানারীপাড়ার জীবন সংগ্রামী এক অদম্য যুবক হৃদয় বেপারী। গরিবের জীর্ণ কুটিরে হৃদয় যেন এক চাঁদের আলো। মাস্টার্সে অধ্যয়নরত হৃদয় চাকরির পেছনে ছুটে ক্লান্ত হয়ে অবশেষে বেছে নিয়েছেন সবজি বিক্রির কাজ।

মেধাবী হৃদয় বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স শেষ করে চাকরির জন্য অনেক ঘুরেও চাকরি পাননি। তাই লেখাপড়াসহ জীবিকার তাগিদে তিনি সবজি বিক্রি করছেন। বর্তমানে হৃদয় বরিশাল বিএম কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।

বানারীপাড়া বন্দর বাজারে গিয়ে দেখা যায়, হৃদয়ের সবজির দোকানে সর্ব সাকুল্যে ৭০০-৮০০ টাকার মালামাল রয়েছে। এটা বিক্রি করেই লভাংশ দিয়ে তিনি তার লেখাপড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন।

তার দরিদ্র বাবা দেলোয়ার হোসেন বেপারীও একই বাজারের সবজি বিক্রেতা। তাদের বাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বুদ্বীপ গ্রামে। বাবা-ছেলের এই সবজি ব্যবসায় যে সামান্য লাভ হয় তা দিয়ে তাদের সংসার চলে অনেক কষ্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *