সর্বশেষ

৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আয়োজক দেশের নাম ঘোষণা

আসছে সেপ্টেম্বরে বসছে এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, আর আয়োজনের দায়িত্ব নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। খেলা হবে দুবাই ও আবুধাবির দুই স্টেডিয়ামে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, সভা শেষে খুব শিগগিরই এশিয়া কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেবে এসিসি।

অংশ নিচ্ছে ৮ দলএবারের এশিয়া কাপে অংশ নেবে মোট ৮টি দল। দলগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান, হংকং এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর, তবে পুরো সূচি এখনও প্রকাশ হয়নি।

রাজনীতি ছায়া ফেললেও কূটনীতিতে সমাধানসম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের জেরে একটি সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছিল। এর প্রভাব পড়েছে এসিসি সভাতেও। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ঢাকায় এসে সভায় অংশ না নিয়ে অনলাইনে যুক্ত হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে।

এর আগে কী হয়েছিল?গত আসরটি হয়েছিল হাইব্রিড মডেলে, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। সেখানে ভারতের একক আধিপত্যে শিরোপা উঠেছিল রোহিত শর্মাদের হাতে। এবার সংযুক্ত আরব আমিরাতের ফ্ল্যাট পিচে কোন দল এগিয়ে থাকবে, তা নিয়েই আলোচনা শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *