বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। তবে শেষ ম্যাচে হারের পর থেকেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও সমালোচনা। এমনকি পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল তো সরাসরিই দাবি করে বসেছেন—তৃতীয় ম্যাচে পাকিস্তান নয়, বাংলাদেশই জেতার সুযোগ করে দিয়েছে!
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে আকমল বলেন, “তৃতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু আমি মনে করি বাংলাদেশই ওদের সেই সুযোগটা দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে দাপট দেখিয়েছে বাংলাদেশ, তাতে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে। কিন্তু মনে হচ্ছে, তারা ভেবেছে সিরিজ নিশ্চিত হয়ে গেছে, এখন একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ দেওয়া যাক।”
পাকিস্তানকে ‘ছোট’ দল হিসেবে দেখেছে বাংলাদেশ?সিরিজজুড়ে বাংলাদেশ দলের রোটেশন পলিসি নিয়েও প্রশ্ন তুলেছেন আকমল। তার মতে, “প্রথম দুই ম্যাচেও তারা রোটেশন চালিয়েছে। অথচ প্রতিপক্ষ পাকিস্তান—এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন! অথচ এখন এমনভাবে ট্রিট করা হচ্ছে, যেন তারা আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডস। এটা অত্যন্ত লজ্জার Pakistan cricket-এর জন্য।”
তিনি আরও বলেন, “তাসকিন আহমেদের মতো সেরা ফাস্ট বোলারকে বিশ্রামে দেওয়া, সেটা দ্বিতীয় ম্যাচের পর—সেই সিদ্ধান্তে আমি তখনই প্রশ্ন তুলেছিলাম। আপনার সেরা অস্ত্র বিশ্রামে পাঠিয়ে আপনি আসলে প্রতিপক্ষকে ছোট করে দেখেছেন।”
পাকিস্তানের একাদশ নির্বাচনেও সমালোচনাতৃতীয় ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়েও সমালোচনা করেন আকমল। তার দাবি, “লেফট-রাইট হ্যান্ড কম্বিনেশন ব্যবহারে ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। ফখর জামান ও সাইম আয়ুব দুজনই বাঁহাতি ব্যাটার, ওদের একসঙ্গে খেলিয়ে আপনি বাংলাদেশের স্পিনারদের জন্য সুবিধা তৈরি করে দিয়েছেন। শাহিবজাদা ফারহান থাকলে স্পিনারদের আধিপত্য এতোটা হতো না।”
মাঠের পারফরম্যান্স বনাম মনস্তত্ত্ববাংলাদেশ যেখানে প্রথম দুই ম্যাচে আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছিল, সেখানে শেষ ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে দিয়ে একাদশে পরিবর্তন আনার ফলে ছন্দপতন ঘটে। এই বিষয়টিকে মনস্তাত্ত্বিক দুর্বলতা হিসেবেও দেখছেন অনেক বিশ্লেষক।