সর্বশেষ

সিনিয়রের সাথে শামিমের খারাপ আচারণ, ক্রিকেট পাড়ায় তুমুল উত্তেজনা

সারাবিশ্বে ক্রিকেট শুধু রানের খেলা নয়, একে বলা হয় খেলার নীতি, শৃঙ্খলা ও সম্মানের প্রতীক। তবে শামীম পাটুয়ারীর সাম্প্রতিক কর্মকাণ্ড হয়তো ক্রীড়া অঙ্গনের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন খেলোয়াড়ের মাঠের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাঁর ব্যক্তিত্ব, বিনয় ও শিষ্টাচারও সমান জরুরি।

অভিজ্ঞ সিনিয়র ক্রীড়া সাংবাদিক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত। অনেক তারকার সঙ্গে কথা বলেছি, খেলেছি, দেখেছি, কিন্তু শামীম পাটোয়ারীর দম্ভ ও শিষ্টাচারহীনতা আমাকে সত্যিই হতবাক করেছে। হাবিবুল বাশার, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা কখনো সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেননি।’

‘সামনাসামনি বা ফোনে এমন শিষ্টাচারহীনতা গ্রহণযোগ্য নয়। একজন খেলোয়াড়ের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার মনুষ্যত্ব, বিনয় ও শিষ্টাচারও সমান গুরুত্বপূর্ণ।’

শামীমের এই আচরণ নিয়ে বিস্মিত ও উদ্বিগ্ন ক্রিকেট অঙ্গন। আশা করা হচ্ছে, তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতে নিজেদের আচরণ নিয়ন্ত্রণে আনবেন এবং নিজের প্রতি সম্মান বজায় রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *