ম’দ্য পান করে বাল্যবেলার বন্ধুকে মারধরের অভিযোগ এসেছে বাংলাদেশের সেরা টাইগার পেসার তাসকিন আহমেদ এর বিরুদ্ধে!
তাসকিনের ফেইসবুক কিংবা তাকে উপর থেকে দেখলে মনেই হবে না তিনি মাদক কিংবা নারীসঙ্গ নিয়ে তার জীবন কাটাচ্ছেন।
তবে, গতকাল মধ্যরাতে মা*দক গ্রহন করে ছোটবেলার বন্ধুদের ডেকে এনে নিজ গাড়িতে পি*টিয়ে হসপিটালে ভর্তি করেছেন তাসকিন। আজ NEWS24 এর এক সাক্ষাতকারে তার বন্ধুরা এ কথা জানান।
এরআগে, সমকালের সিনিয়র সাংবাদিক সেকান্দার আলিও একই এলিগেশন আনলে কেউই বিশ্বাস করেনি। তবে, তাসকিন যে এসবের সাথে বহু আগে থেকেই জড়িত তা জানা গেলো তাসকিনের ছোটবেলার বন্ধুদের কাছ থেকেই।
তাসকিনের এমন কর্মকান্ডে সত্যি হলে আপনি কি হতবাক..হবেন?? এসব সত্য হলে তাকে কি জাতীয় দলে রাখা উচিত হবে..??