বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে বড় চমক! দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার হয়তো ফিরতে চলেছেন জাতীয় দলে। সাম্প্রতিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতা বিবেচনায় তাকে নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে বিসিবি গঠন করতে যাচ্ছে শক্তিশালী স্কোয়াড। শেষ মুহুর্তের পরিকল্পনায় দেখা যাচ্ছে, সাব্বির রহমানকে আনা হতে পারে মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে। বিসিবির একাধিক নির্বাচক সূত্রে জানা গেছে, বর্তমানে যে কয়জন খেলোয়াড় টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়েছেন, তাদের মধ্যে সাব্বিরই আছেন সবচেয়ে আলোচনায়।
সাব্বির রহমানের টি-টোয়েন্টি অভিজ্ঞতা ও আগ্রাসী ব্যাটিং শৈলী বড় মঞ্চে অনেক সময় কাজে এসেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার ফর্ম কিছুটা ওঠানামা করেছে, তবুও বিশেষ ম্যাচ জেতানোর ক্ষমতা তাকে এবার আবারও বিবেচনায় এনেছে।
বোর্ডের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, এশিয়া কাপে সাব্বিরের ফেরার পথ উন্মুক্ত।
ফলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে—
আবার কি দেখা যাবে সাব্বির রহমানের সেই আগ্রাসী স্টাইল?
নাকি এটা হতে যাচ্ছে ক্যারিয়ারের এক নতুন শুরু?