এক সময় ছেলেকে নিয়ে গর্ব করা বাবা, এখন তাসকিনের কথা শুনলেই লজ্জা পান। বুজতেই পারছেন না কার সঙ্গ পেয়ে নষ্ট হলেন তাসকিন.!!!
গতকাল রাতে নিজ মা*দক সেবনের পর বন্ধুদের ডেকে এনে নিজ গাড়িতে মে*রে হসপিটালে ভর্তি করান তাসকিন।
NEWS24 এর এক সাক্ষাতকারে হসপিটাল থেকে এ অভিযোগ করেন তার বন্ধুরা। তারা জানান, নারীসঙ্গ এবং মাদ*কের কারনেই তাসকিন এমন করেন মাঝে মাঝে৷ এ নিয়ে তার বাবাকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি তো ওরে নিয়ে গর্ব করতাম, কার সঙ্গ পেয়ে এমন হয়ে গেলো আল্লাহ জানে’
এ ব্যাপারে আপনি কি ভাবছেন.?