সর্বশেষ

মাশরাফির পরবর্তী উত্তরসূরী খুজে পেল বাংলাদেশ

পাঁচ বছর পর ক্রিকেটে ফিরছেন যুব বিশ্বকাপ জয়ী অভিষেক দাস ! খেলবেন সেপ্টেম্বরের এনসিএল টিটোয়েন্টি

মনে আছে, বাংলাদেশ কে যুব বিশ্বকাপ জেতানো অভিষেক দাসের কথা। ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন। বাংলাদেশকে প্রথম উইকেটও এনে দিয়েছিলেন তিনি – বাংলাদেশের পক্ষে ফাইনালের সেরা বোলারও ছিলেন অভিষেক দাস। নয় ওভারে ৪০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট

সবকিছু ঠিকঠাকই ছিল ! অভিষেক দাস কে ভাবা হতো মাশরাফির পরবর্তী উত্তরসূরী। নড়াইলে থেকে উঠে আসা অভিষেকের প্রিয় ক্রিকেটারও মাশরাফি বিন মর্তুজা।

তবে ব্যাক পে’ইন – ক্যারিয়ারের সবকিছু উলট-পালট করে দেয় অভিষেকের। পাঁচটি বছর কে’ড়ে নিয়েছে প্রতিভাবান এই পেস বোলিং অলরাউন্ডারের জীবন থেকে।

তবে আশার খবর হলো, আবারো ক্রিকেটে ফিরছেন অভিষেক দাস। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টিটোয়েন্টি দিয়েই আবারো ফিরছেন ক্রিকেটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *