সর্বশেষ

কোন জিনিস যেটা মেয়েরা স্বামীকে না দিয়ে তার বন্ধুকে দেয়

ইন্টারভিউয়ের সময় বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই ধরনের প্রশ্নের উত্তর জেনে রাখা খুবই জরুরী। ইন্টারভিউ বোর্ডে অনেক সময় সহজ প্রশ্ন ঘুরিয়ে ধরা হয়। এর ফলে অধিকাংশ মানুষ তার সঠিক উত্তর দিতে পারেন না।

বিগত কয়েকদিন ধরে আমরা আমাদের প্রতিবেদনে এমন বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসছি আপনাদের জন্য। এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনি সহজে ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই দশটি প্রশ্ন ও উত্তর এনেছি যা আপনার জেনে রাখা উচিত।

1. প্রশ্ন: এমন কী জিনিস যা উপর-নীচে হয়, কিন্তু হেলে না!
উত্তরঃ তাপমাত্রা।

2. প্রশ্ন: আপনি কি বুধবার, শুক্রবার বা রবিবার ব্যবহার না করে পরপর তিন দিন বলতে পারেন?
উত্তর: গতকাল, আজ এবং আগামীকাল।

3. প্রশ্নঃ জেমস বন্ডকে প্যারাস্যুট ছাড়াই বিমান থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বেঁচে যান কিভাবে?
উত্তর: বিমানটি রানওয়েতে ছিল।

4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।

5. প্রশ্ন: একজন মানুষ 10 দিন না ঘুমিয়ে কীভাবে বেঁচে থাকবে?
উত্তরঃ রাতে ঘুমানোর মাধ্যমে।

 

 

6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর:- আন্না রমজান মালহোত্রা।

 

 

7. প্রশ্ন: কী এমন জিনিস আছে যা ঘুমানোর সাথে সাথে পড়ে যায় এবং ঘুম থেকে উঠলে উঠে যায় ?
উত্তরঃ চোখের পাতা।

 

 

8. প্রশ্নঃ কেন আমরা জল পান করি?
উত্তর: কারণ আমরা জল খেতে পারি না।

9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।

10. প্রশ্নঃ মেয়েরা নিজের স্বামীকে দেয় না, কিন্তু স্বামীর বন্ধু গেলে দেয়, সেটা কী?
উত্তরঃ মাথায় ঘোমটা (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *