সর্বশেষ

১৩ ম্যাচে ৩০ উইকেট নিয়ে জাতীয় দলে ডাক পাচ্ছেন মুস্তাফিজের মতো ভয়ঙ্কর কাটার মাষ্টার

বাংলাদেশের যুব ক্রিকেট থেকে উঠে আসা প্রতিভাবান পেসার আল ফাহাদ যেন হয়ে উঠেছেন নতুন ‘মুস্তাফিজ’। ১৩ ম্যাচে ৩০ উইকেট, মাত্র ৪.৪৮ ইকোনমি—এই পরিসংখ্যানই বলে দেয়, তিনি কী ভয়ংকর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটে।

বিসিবি ইতোমধ্যেই নজরে এনেছে এই ডানহাতি গতিময় বোলারকে। যুব দলের হয়ে প্রতিটি ম্যাচেই তার ধারাবাহিক পারফর্মেন্স শুধু নির্বাচকদের নয়, ক্রিকেট বিশ্লেষকদেরও নজর কেড়েছে।

মুস্তাফিজের ছায়ায় নতুন ভয়ংকর অস্ত্র? ⚡

মুস্তাফিজুর রহমান যেমন কাটার ও স্লোয়ারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন, ঠিক তেমনই আল ফাহাদ গতি ও নির্ভুল লাইন-লেংথে উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। তার বৈচিত্র্যপূর্ণ ডেলিভারি এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা অসাধারণ।

বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় আল ফাহাদ

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং গেম ডেভেলপমেন্ট বিভাগ ইতোমধ্যেই আল ফাহাদকে ঘিরে পরিকল্পনা শুরু করেছে। তাকে নিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ ট্রেনিং প্রোগ্রাম। ভবিষ্যতের বাংলাদেশ জাতীয় দলে আল ফাহাদ হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *