সর্বশেষ

এশিয়া কাপে টাইগারদের দলবদল, ওপেনিং-মিডল অর্ডারে জোর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওপেনিং ও মিডল অর্ডারে শক্তি বাড়ানোর দিকে নজর দিচ্ছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হলো টি-টোয়েন্টির ইমপ্যাক্ট ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজানো। আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় দলে স্পিনার ও পেসারের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে।

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ও দলের ভাবনা

এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি, রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার অধরা সেই শিরপা জয়ের লক্ষ্য লিটন দাসদের। টানা দুই সিরিজ জয়ের পর টাইগাররা আপাতত বিশ্রামে থাকলেও, এশিয়া কাপের স্কোয়াড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করা দলের উপরই কি বিসিবি ভরসা রাখবে, নাকি কিছু পরিবর্তন আসবে, তা নিয়ে চলছে আলোচনা।

সম্ভাব্য পরিবর্তন ও যাদের সম্ভাবনা

* ওপেনিংয়ে পরিবর্তন: ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটালেও, নাইম শেখ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে ব্যর্থ ছিলেন। তিন ইনিংসে তিনি মাত্র ৪৫ রান করেছেন। সুযোগ পেয়েও ব্যর্থ হওয়ায় ব্যাকআপ ওপেনার হিসেবে নাইমের পরিবর্তে সৌম্য সরকারকে বিবেচনা করা হচ্ছে। সৌম্য সবশেষ পাঁচ টি-টোয়েন্টি ইনিংসে দুবার ৪০-এর বেশি রান করেছেন।

* মিডল অর্ডারে শক্তিশালীকরণ: মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন। টি-টোয়েন্টিতে তার impactful ইনিংসের অভাব রয়েছে এবং শেষ ১০ ইনিংসে তিনি মাত্র ৬ উইকেট পেয়েছেন। স্পিনার হিসেবে শেখ মেহেদী ও রিশাদ হোসেনরা এগিয়ে থাকায়, এই শূন্যস্থানে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেওয়া হতে পারে। গ্লোবাল সুপার লিগ ও ঘরোয়া ক্রিকেটে সোহান ও মাহিদুলরা নিজেদের প্রমাণ করেছেন।

* পেস ও স্পিন ইউনিটে ভারসাম্য: আরব আমিরাতের স্পোর্টিং কন্ডিশনে পেস ও স্পিন উভয় ইউনিটেই ভারসাম্য রাখতে চাইবে বাংলাদেশ। পেস ইউনিটে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব নিয়মিত মুখ। ব্যাকআপ পেসার হিসেবে সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের মধ্যে তীব্র লড়াই চলছে। স্পিনার হিসেবে ওয়ানডেতে ভালো করা তানভীর ইসলামের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

লিটন দাসদের পারফরম্যান্স টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক না হলেও, টাইগাররা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচাতে মরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *