সর্বশেষ

এইমাত্র পাওয়াঃ সাবেক অধিনায়কই এবার বিসিবির হটসিটে বসতে যাচ্ছেন!

একজন সাবেক ক্যাপ্টেন বিসিবির হট সিটে বসতে যাচ্ছেন! কে তিনি?

বাংলাদেশ ক্রিকেটে চলছে উত্তেজনার আরেক অধ্যায়। মাঠের পারফরম্যান্স নয়, এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গুঞ্জনের শেষ নেই। আর এর মাঝেই উঠে এসেছে এক চমকপ্রদ নাম—একজন সাবেক অধিনায়ক যিনি এবার বোর্ডের হটসিটে বসতে যাচ্ছেন!

কে সেই সাবেক ক্যাপ্টেন?

তাঁর নাম আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্টে শতক হাঁকানো এই কিংবদন্তি ক্রিকেটার বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দায়িত্ব অস্থায়ী, মাত্র ৩০ দিনের। কিন্তু এখানেই চমক। জানা গেছে, এই ৩০ দিনের মেয়াদ শেষে তিনিই হতে পারেন পরবর্তী চার বছরের পূর্ণাঙ্গ মেয়াদের প্রেসিডেন্ট।

কীভাবে উঠে এলেন আলোচনায়?

সম্প্রতি বিসিবি নির্বাচন সামনে রেখে বিভিন্ন নাম আলোচনায় আসে—তামিম ইকবাল, মাহবুব আনাম, কুতুব উদ্দিন আহমেদ, আলী আসগর লবি প্রমুখ। কিন্তু বাস্তবতার নিরিখে এখন সবচেয়ে এগিয়ে থাকা নামটি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল।

কারণগুলো হলো:

বর্তমানে তিনি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (NSC) কোটায় বোর্ডের পরিচালক হিসেবে মনোনীত

পরিচালকদের মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিনি নির্বাচন করতে পারছেন

ইতোমধ্যে সংক্ষিপ্ত সময়ে কিছু গঠনমূলক পরিবর্তন এনেছেন, যা অনেকের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে

বাকিদের অবস্থা কী?

তামিম ইকবাল:

সাবেক অধিনায়ক হলেও বিসিবির প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ তার নেই। তিনি নিজেই জানিয়েছেন—এই কাদা ছোড়াছুঁড়ির জায়গায় আসতে চান না।

মাহবুব আনাম:

দীর্ঘদিন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও এখনো তিনি প্রার্থিতা নিশ্চিত করেননি। তবে বোর্ডের অনেক প্রভাবশালী পরিচালক তাঁর সঙ্গে রয়েছেন।

কুতুব উদ্দিন ও আলী আসগর লবি:

এই দুজন ইতোমধ্যেই প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়িয়েছেন।

বুলবুলের সামনে চ্যালেঞ্জ

তবে বিসিবির হটসিট মানেই শুধু সম্মান নয়, দায়িত্ব ও চাপের ভারও। ক্রিকেট অবকাঠামোর দুরবস্থা, উইকেটের মান, জেলা পর্যায়ে ফ্যাসিলিটি ঘাটতি, খেলোয়াড়দের মূল্যায়ন—এইসব সমস্যা এখন চূড়ান্ত রূপে সামনে এসেছে। শরিফুল ইসলাম সম্প্রতি আফসোস করে বলেছিলেন, অনেক জেলাতে অনুশীলনের ন্যূনতম সুযোগটুকুও নেই।

রাজনীতির ছায়া কতটা পড়বে?

আগামী জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়কাল বিসিবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নির্বাচনের ফলের উপর ভিত্তি করে ক্রীড়া সংগঠনে রাজনৈতিক প্রভাব আসতেই পারে। ফলে নতুন সরকার এলে বোর্ড প্রেসিডেন্টের অবস্থান টিকে থাকবে কি না, তা নিয়ে রয়েছে বাস্তব চিন্তা।

তবে বুলবুল যদি প্রার্থিতা করেন, তাঁকে প্রমাণ করতে হবে যে—

তিনি নিরপেক্ষ

কোনও পলিটিক্যাল প্যাকেজ প্রার্থী নন

তিনি এসেছেন ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নের জন্য

বাংলাদেশ ক্রিকেট এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে নেতৃত্ব বদল মানে শুধু একটি চেয়ার নয়—পুরো কাঠামোর রূপান্তর। আর এই রূপান্তরের জন্য সামনে আসছেন একজন সাবেক অধিনায়ক। তার অভিজ্ঞতা, দায়বদ্ধতা, এবং খেলার প্রতি ভালোবাসা হয়তো বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়।

প্রশ্ন একটাই—তিনি কি পারবেন নিজের অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ করতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *