টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ৯ আগস্ট এই বহুদলীয় সিরিজের জন্য ডারউইন যাবে বাংলাদেশ ‘এ’ দল।
সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে আছেন দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটার। সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবর পাশাপাশি আছেন জিসান আলম, তুফায়েল আহমেদের মতো তরুণরাও।
অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও দলে আছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি। বোলিং বিভাগে রিপন মণ্ডল, মুশফিক হাসান, নাঈম হাসানের সঙ্গী জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
৭ আগস্ট রওয়ানা দিয়ে আগামী ৯ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার ডারউইনে পৌছাবে। ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ১৬ আগস্ট পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। এছাড়া ১৭ আগস্ট পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স, ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলবেন সোহান-হাসানরা।
এছাড়া এই সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’।
একনজরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।