হাইকোর্টে রিট আবেদন করে মঙ্গলবার নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম। স্বঘোষিত সেই হিরো বললেন, ‘আমার জগতে আমি রাজা।’
বগুড়ার দুটি আসনের (বগুড়া-৪ ও বগুড়া-৬) উপনির্বাচনেই প্রার্থী হয়েছেন ফেসবুক ও ইউটিউবের ভাই’রাল তারকা হিরো আলম। যদিও দুটি আসনেই তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়, বগুড়ার দুই আসনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আছেন, তাদের ভিড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটুকু সুবিধা করতে পারবেন?
এর জবাবে হিরো আলম বলেন, ‘প্রত্যেক মানুষের নিজস্ব জগৎ থাকে, যার জগতে সে রাজা। আমার জগতে আমি রাজা। নির্বাচন করতে নেমেছি। মাঠে কে দাঁড়াল, কে শক্ত প্রতিদ্বন্দ্বী, কাউকে নিয়ে ভাবার সময় নেই।’
হিরো আলম আরও বলেন, ‘বাধা পেরিয়ে লড়াই-সংগ্রাম ছাড়া আমি জীবনে কিছুই পাইনি। শত অসাধ্যকে সাহস আর দৃঢ় আত্মবিশ্বাস দিয়ে জয় করেছি। কোনো কিছুতেই হারতে শিখিনি। নির্বাচনেও হারব না। জয়ের জন্য লড়াই চালিয়ে যাব। বারবার হয়তো হারব। কিন্তু একদিন বিজয়ী হয়ে সংসদে যাবোই।’