Breaking News

আমার বাবল ফাটিয়ে দিও না, সোহা আলী খানের ভিডিও ভাইরাল

আমার বাবল ফাটিয়ে দিও না, সোহা আলী খানের ভিডিও ভাইরাল

আজকাল পর্দায় অনিয়মিত বলিউড অভিনেত্রী সোহা আলী খান। সামাজিক মাধ্যমেও তেমন একটা পাওয়া যায় না তাকে। একমাত্র কন্যা ইনায়াকে নিয়ে সংসার জীবন উপভোগ করছেন তিনি। এবার প্রকাশ পেল এই অভিনেত্রীর স্নানের ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শনিবার সোহা নিজেই তার ইনস্টগ্রামে প্রকাশ করেছেন স্নানের ভিডিও। প্রথমে ভিডিও প্রকাশ করলেও এরপরে সেটি সরিয়ে ফেলে ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা গেছে, বাথটাব ভরে আছে ফেনায়। তাতে বাবল বাথ নিচ্ছেন তিনি ও তার কন্যা ইনায়া। সোহার পরনে রয়েছে বিকিনি। একটি ছবিতে মেয়েকে চু;মু খেতেও দেখা গেছে তাকে।

ছবিগুলোর ক্যাপশনে সোহা তার কন্যাকে লিখেছেন, ‘আমার বাবল ফাটিয়ে দিও না।’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘weekendvibes।’ তার মানে দাঁড়ায় মা-মেয়ের শনিবারের বিশেষ স্না;ন ছিল এটি।

ছবিগুলো দেখে নেটিজেনরা মন্তব্যের ঘরে নিজেদের মতামত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘মায়ের সবচেয়ে কাছের মানুষ মনে হয় মেয়েরাই হয়। কী মিষ্টি এই ছবিখানা!’ অন্য একজন লেখেন, ‘মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে।’

তবে স্নানের ছবি দেখে সবাই যে সোহার প্রশংসা করেছেন তা কিন্তু নয়। কেউ কেউ সমালোচনাও করেছেন। ক্ষুব্ধ এক নেটাগরিক লিখেছেন, ‘আমার মনে হয় শিক্ষিত হিসেবে তোমার এইটুকু দায়িত্ব আছে যে কীভাবে ঠিকঠাক জীবনযাপন করা যায় এবং সমাজের অন্তত কোনো ক্ষতি না করা যায়।’ আরেকজন লিখেছেন, ‘মেয়ের ঠোঁ;টে চু;মু খাচ্ছে। এদের কী ল;জ্জাও হয় না!’

তবে কোনো মন্তব্যেরই উত্তর দেননি এ নায়িকা। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘ছোড়ি ২’ নামের একটি ছবির শুটিং নিয়ে। নেটদুনিয়ায় সিনেমাটির প্রচারণাও চালাতে দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *