সর্বশেষ

ছেলেরা বেবি ডাকে, ঘরে আসতে চায়’ বললেন কসমিক ;সে’;-ক্স; অভিনেত্রী

টলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা বা ঋ সেন। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তার অবাধ বিচরণ। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে কখনো পিছপা হননি। বরাবরই সাহসী ছিলেন। প্রেমেও পড়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো বিয়ে করেননি। কেন বিয়ের পিঁড়িতে বসা হলো না? সেই কথাই শেয়ার করলেন দিদি নম্বর ওয়ানের মঞ্চে। শুনে রচনা বন্দ্যোপাধ্যায় কী বলবেন যেন ভেবে পেলেন না।

সারাজীবন একা থাকার পর অভিনেত্রী জানালেন তিনি নাকি মেয়েদের মধ্যে মোস্ট এলিজিবল ব্যাচেলর। ঋ বলেন, ‘আমার আজকাল ছেলেদের ভালো লাগে না। এখন ফোন করেই কোনো ছেলে বলে, বেবি কী করছ? আমাকে যদি কেউ বেবি ডাকে, আমার মাথা গরম হয়ে যায়।’

তিনি বলেন, ‘এখন মাকে খুব মিস করি। একবছর হলো মা নেই। এখন মনে হয়, মাকে একটু খাওয়ালে ভালো হত। আর ছেলেরা খালি আমার ঘরে আসতে চায় কেন বুঝি না।’

এরপর কেন বিয়ে করলেন না তা-ও জানালেন। অভিনেত্রীর কথায়, ‘যাকেই ভালো লাগে, সে আর আমার জন্য অপেক্ষা করেনি। সবাই বিয়ে করে ফেলেছে। তাই ঠিক করেছি, আর বিয়ে করব না। কুকুরগুলো অনেক ভালো। কাকগুলো খুব মিষ্টি। আমি ওদের ভালোবেসে কাটিয়ে দেব। আর হ্যাঁ, শেষ বয়সে চলে যাব বারাণসী। ধ্যান করব।’

এদিকে ঋয়ের মুখে এ কথা শুনে হেসে গড়িয়ে পড়েন দিদি নম্বর ওয়ান। একটু পর বলেন, ‘তুই হিমালয়ে চলে যা, ওখানে ধ্যান কর।’

প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন ঋ। তার উল্লেখযোগ্য সিনেমা হলো গান্ডু,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *