সর্বশেষ

সুরঙ্গনা ভাল নীল ছবি দেখতে পছন্দ করে, একসঙ্গেও অনেক দেখেছি মজাটাই আলাদা: ঋদ্ধি

টলিপাড়ার তরুণ জুটিদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম দিকেই থাকবেন ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় । কেরিয়ারের প্রথম ছবি থেকেই আলাপ, বন্ধুত্ব। প্রেম অবশ্য তারপরে। দীর্ঘ আট বছরের সম্পর্ক তাঁদের। তবে ঋদ্ধির কথায়, সুরঙ্গনা তাঁর কাছে প্রেমিকার থেকেও বড় তাঁর প্রিয় বন্ধু। গোপন থেকে গোপনতম বিষয়ও একে অপরের সঙ্গে শেয়ার করেন তাঁরা।

 

সম্প্রতি ২৫ এ পা দিয়েছেন ঋদ্ধি। অথচ তাঁর বয়সের তুলনায় তাঁর উপলব্ধির পরিসরটা অনেক বেশি বলেই মনে করেন অনেকে। অভিনেতা জানান, এর জন্য ছোট থেকেই তাঁকে ‘পাকা’ কথাটা শুনতে হয়েছে। তবে এ নিয়ে বিশেষ মাথা ঘামান না ঋদ্ধি। তাঁর মতে, প্রথাগত চিন্তা ভাবনার কথা বললেই সমাজ তাকে ‘পাকা’ বলে দাগিয়ে দেয়। সমাজ চায়, তারা চিরদিন ‘কাঁচা’ই থেকে যান।

সাক্ষাৎকারে ঋদ্ধির অজানা দিকগুলোও উঠে এসেছে। তিনি জানান, তাঁর বড় হওয়ার সময়ে আশেপাশের পরিবেশ অন্য রকম ছিল। অর্থাৎ সমবয়সীদের সঙ্গে বেশি মেশার সুযোগ পাননি তিনি। স্কুলের বাইরে ‘স্বপ্নসন্ধানী’ নাটকের গ্রুপেই বেশি সময় কাটিয়েছেন তিনি। ঋদ্ধির কাছে সুরঙ্গনাই তাঁর বেস্ট ফ্রেন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *