সর্বশেষ

সে;ক্সের দৃশ্যে নিয়ন্ত্রন হারিয়ে কঙ্গনার র*ক্ত বের করে ফেলে জন আব্রাহাম,

;সে;ক্সের দৃশ্যে নিয়ন্ত্রন হারিয়ে কঙ্গনার র*ক্ত বের করে ফেলে জন আব্রাহাম,

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছিলেন বলিউডের অ্যাকশন তারকা জন আব্রাহাম ও কঙ্গনা রানাউত। ইন্ডাস্ট্রির দুই তারকারই ক্যামেরার সামনে রাখঢাক করার অভ্যেস নেই। চরিত্রের প্রয়োজনে উন্মুক্ত শরীরে জন কিংবা কঙ্গনা উভয়ই সাবলীল। কিন্তু, পরষ্পরের সঙ্গে এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘটল বিপত্তি! নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জন আব্রাহাম। আর তাতেই আঘাতপ্রাপ্ত হন কঙ্গনা রানাউত। যার জেরে ঘটে একেবারে রক্তারক্তি কাণ্ড!

‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটেছিল। এতে জনের বিপরীতে ছিলেন কঙ্গনা। সিনেমায় বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল তাদের। এর মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের; একটি আবেগপ্রবণ চুম্বনের, অন্যটি শয্যাদৃশ্য।

শুটিংয়ে উপস্থিত থাকা এক ব্যক্তির সূত্রে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় আবেগতাড়িত হয়ে যান জন। দৃশ্যটা ছিল এমন- জন ও কঙ্গনার মধ্যে রাগারাগি হচ্ছে। এর মধ্যে আচমকাই কঙ্গনাকে আদর করতে শুরু করেন অভিনেতা। বিষয়টা এমন পর্যায়ে পৌঁছায় যে, আদর নাকি যৌন হেনস্তা, সেটা বোঝাই যাচ্ছিল না।

জন আব্রাহাম নিয়ন্ত্রণ হারিয়ে কঙ্গনার হাত এতটাই জোরে চেপে ধরেছিলেন যে, নায়িকার চুড়ি পর্যন্ত ভেঙে যায়। এর ফলে হাত কেটে রক্ত পড়তে শুরু করে। কিছুক্ষণ পর যখন বুঝতে পারেন, তখন কঙ্গনার কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

উল্লেখ্য, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন সঞ্জয় গুপ্তা। অ্যাকশন-ক্রাইম ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *