ভালো গল্প ও অভিনয় একটি সিনেমার মূল বিষয় হলেও অনেক সময় পরিচালক ছবিটিকে আলোচনায় নিয়ে আসতে আরও একটি বিষয় গল্পের মধ্যে ফুটিয়ে তোলেন। সেটা যে যৌনতা তা আর বলার অপেক্ষা রাখে না। এমন দৃশ্য ছবিকে বিতর্কিত করলেও আলোচনার থাকার কারণে ছবির প্রমোশনে সুবিধা পাওয়া যায়। এমন ৫টি বাংলা সিনেমা নিয়ে নিচে আলোচনা করা হলো।
২০১১ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ভারতীয় বাংলা ছবি ‘ছত্রাক’। এই ছবিটি বাংলার পাশাপাশি ইংরাজিতেও ডাবিং হয়। শ্রীলঙ্কান নির্মাতা ভিমুক্তি জয়াসুন্দরা পরিচালিত এই ছবিতে পাওলি দামের একটি ওরাল সেক্স দৃশ্য এমএমএস আকারে ফাঁস হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।