নারীদের কোন অঙ্গ টিপলে বড় হয়ে যায়? অনেকেই জানেন না

দেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলির ইন্টারভিউতেও এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যা শুনে অনেকেই হচকিয়ে যান। কারণ এইসব প্রশ্নের উত্তর বইতে পাওয়া যায় না। জীবনের উপলব্ধি এবং উপস্থিত বুদ্ধি খাটিয়েই উত্তর দিতে হয়। আবার সময়ের মধ্যে সঠিক উত্তর না দিলে ইন্টারভিউ এর সফল হিসেবে গণ্য করা হয় না প্রার্থীদের। তাই দেশের কঠিনতম পরীক্ষায় সফল হওয়া এত সহজ নয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…

১) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?
উত্তরঃ হাতির দুধ।

২) প্রশ্নঃ কোন প্রাণীর খিদে পেলে বালি পাথর খেয়ে ফেলে?
উত্তরঃ উটপাখি (Ostrich)।

৩) প্রশ্নঃ পৃথিবী থেকে খালি চোখে আমরা কতগুলি গ্রহ দেখতে পাই?
উত্তরঃ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই পাঁচটা গ্রহকে দেখতে পাই।

৪) প্রশ্নঃ কোন জিনিসটা আপনি অন্যের জন্য কিনতে পারবেন, কিন্তু নিজের জন্য না?
উত্তরঃ গিফট।

৫) প্রশ্নঃ বিয়ের আগে সবচেয়ে কোন দেশের মেয়েরা সম্পর্ক করে?
উত্তরঃ ব্রাজিল (Brazil)।

৬) প্রশ্নঃ জন্মের কত সময় পর থেকে ঘোড়া দাঁড়াতে পারে?
উত্তরঃ ঘোড়ার বাচ্চা হওয়ার ১-২ ঘন্টার মধ্যে দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে।

৭) প্রশ্নঃ কোন দেশের লোকেরা সাপের সবজি রান্না করে খায়?
উত্তরঃ চীন দেশের লোকেরা।

৮) প্রশ্নঃ গর্ভাবস্থায় শিশুরা নিঃশ্বাস নেয় কিভাবে?
উত্তরঃ মায়ের রক্তে থাকা অক্সিজেন থেকে শিশুরা নিঃশ্বাস নেয়।

৯) প্রশ্নঃ কোন দেশের স্ত্রী পরকীয়া করলে স্বামী স্ত্রীকে মেরে ফেলে?
উত্তরঃ হংকং (Hong Kong)।

১০) প্রশ্নঃ গরম নয়, ঠান্ডাও নয় তবুও আমরা ফু দিয়ে খায়, সেটা কী?
উত্তরঃ খোসা ছাড়িয়ে বাদাম খাওয়া।

১১) প্রশ্নঃ ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহার হয় কোন বর্ণ?
উত্তরঃ Q অক্ষরটি।

১২) প্রশ্নঃ কোন দেশ প্রথম রেলপথ চালু করে?
উত্তরঃ ইংল্যান্ড।

১৩) প্রশ্নঃ কোন দেশের স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয়?উত্তরঃ সামোয়া দেশ।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড় হয়ে যায়?
উত্তরঃ গাল টিপলে বড় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *