সম্পূর্ণ উ;ল;ঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের এই ৫ তারকার, রইল ছবিতে

বিভিন্ন সমীক্ষায় একাধিক ব্যক্তি দাবি করেছেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুম নাকি স্বাস্থ্যের পক্ষে ভাল। এর নাকি রয়েছে হাজারও গুণ। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া থেকে শুরু করা থেকে শুরু করে ঘুমের গুণগত মানও নাকি বাড়ে এই কারণে। কমায় মানসিক চাপ ও হতাশাও। বলিউডের পাঁচ অভিনেতা রয়েছেন যারা ভালবাসেন নগ্ন হয়ে ঘুমোতে। জানেন তাঁরা কারা? রইল ছবিতে

এই তালিকায় প্রথমেই রয়েছে বলিউডে হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম। এক সাক্ষৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন পোশাক খুলে না ঘুমোলে তাঁর কিছুতেই ঘুম আসে না।

তালিকায় নাকি রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজও। অভিনেত্রী জানিয়েছিলেন ঘুমোনোর সময় গায়ে পোশাক রাখা নাকি একেবারেই নাপসন্দ তাঁর

অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে অ্যামি জ্যাকসনও জানিয়েছিলেন তিনিও বেছে নেন একই পন্থা। পছন্দ করেন নগ্ন হয়ে ঘুমোতে।

রাখি সাওয়ান্ত বরাবরই বিতর্কের কেন্দ্রে, তিনিও জানিয়েছিলেন ঘুমোতে যাওয়ার সময় আবার পোশাক কী? বিবস্থ হয়েই ঘুম তাঁর কাছে অনেক শান্তির।

এই মুহূর্তে রণবীর সিংয়ের নগ্ন ছবি নিয়ে জোর চর্চা চলছে চারিদিকে। রণবীর জানিয়েছিলেন বাড়িতে থাকলে ঘুমোতে যাওয়ার সময় উলঙ্গ হয়েই ঘুমোতে পছন্দ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *